Header Ads Widget

যে সকল খেলা প্রেমীরা ভাগ্যবান।

 


আমাদের যাদের জন্ম  ২০০০ - ২০০৪ এর মধ্যে  তারা খুবই ভাগ্যবান।



আমরা মেসির বাম পায়ের অসাধারণ ড্রিবলিং আর জাদুকরী খেলা দেখেছি,এমনকি এখনও দেখছি।



আমরা রোনালদোর অবিশ্বাস্য গোল দেখেছি।

আর নেইমারের অসাধারণ পায়ের জাদু দেখেছি।


প্রাইম বার্সাকে দেখছি,মেসি রোনালদোর প্রতিদ্বন্দ্বীতা দেখেছি (এল ক্লাসিকো),দেখেছি MSN ত্রিয়।


আমরা বাংলাদেশ নামের দুর্বল একটা টিমকে চোখের সামনে পরিবর্তন হতে দেখছি আর মাশরাফির অসাধারণ ক্যাপ্টেনসি সহো বাংলাদেশকে ৩ বার এসিয়া কাপের ফাইনাল খেলতে দেখেছি।


আমরা সাকিব,কোহলির,ধনি,এন্ড্রে রাসেল,ক্রিস গেইলের অসাধারণ একটা সময়ের সাক্ষী।


দেখেছি মিচেল জনসন আর মালেঙার আগুন ঝরানো ইয়োর্কার। 

দেখেছি ডিভিলিয়ার্সের সব অসাধারণ ক্রিকেট শট।



আমরা জনসিনার প্রাইম দেখেছি,হিল ব্রককে ডমিনেট করতে দেখেছি।বেষ্ট ট্রিও WWE দি সিল্ডকে দেখছি।


সেই ২০১৫ থেকে রোমান-ব্রকের রাইভালরি দেখে আসতেছি। 


আমরা কি না দেখেছি। 


খেলার জগতের সব গ্রেটেস্টরা  আমাদের প্রজন্মেরই ছিলো।🥰


২৪ ঘণ্টা খেলার খবর পেতে ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ ।

Post a Comment

0 Comments